Friday, November 14, 2025
Homeবাংলাদেশবাংলাদেশের কাছে বিশ্বব্যাংকের ক্ষমা চাওয়া উচিত: বিইএ

বাংলাদেশের কাছে বিশ্বব্যাংকের ক্ষমা চাওয়া উচিত: বিইএ


সব ষড়যন্ত্র ও কথিত দুর্নীতির অভিযোগ উপেক্ষা করে স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ইকোনোমিক অ্যাসোসিয়েশন (বিইএ)। ভার্চুয়ালি অনুষ্ঠিত এক সভায় বক্তারা বলেছেন, এখন বিশ্বব্যাংকের বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়া উচিত।

শনিবার বিইএ আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানায় সংস্থাটি।
অনুষ্ঠানে অংশ নেওয়া বক্তারা বলেন, অর্থনীতিবিদ আবুল বারাকাতের উপস্থাপিত গবেষণামূলক তথ্য উপাত্তের ভিত্তিতে পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ নেন প্রধানমন্ত্রী। এই স্থাপনা এখন বিশ্ব দরবারে বাংলাদেশকে বিশেষভাবে উপস্থাপন করছে।

এ সময় বিইএ’র পক্ষ থেকে পদ্মা সেতুর বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। বক্তারা বলেন, বিশ্বব্যাংক কথিত দুর্নীতির অভিযোগে পদ্মা সেতুর বরাদ্ধ বাতিল করেছিল। তারা বাংলাদেশকে নতজানু করে রাখতে প্রতিশ্রুত ঋণচুক্তি বাতিল করেছিল। এখন বিশ্বব্যাংকের বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়া উচিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য