Wednesday, October 15, 2025
Homeদেশগ্রামমির্জাপুরে আওয়ামীলীগের সম্মেলনে এমপি লাঞ্ছিত, আহত ১০

মির্জাপুরে আওয়ামীলীগের সম্মেলনে এমপি লাঞ্ছিত, আহত ১০

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নয়া কমিটি ঘোষণার পর পরই বিক্ষুব্ধদের রোষানলে পড়ে স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ লাঞ্চিত হয়েছেন। ওই ঘটনায় জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন সহ ১০ জন আহত হয়েছেন। উপজেলা আ’লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টুর ছেলে যুবলীগ নেতা মীর মঈন হোসেন রাজীবের নেতৃত্বে ওই হামলা চালানো হয়।

জানাগেছে, মির্জাপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় পর্বে মীর শরীফ মাহমুদকে সভাপতি ও ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্তকে সাধারণ সম্পাদক করে নয়া কমিটি ঘোষণা করে অতিথিরা মঞ্চ থেকে নেমে যাওয়ার পর পরই বিক্ষুব্ধ একটি গ্রুপ নানা স্লোগান দেয়। এ সময় উপজেলা আ’লীগের সদ্য সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টুর ছেলে যুবলীগ নেতা মীর মঈন হোসেন রাজীবের নেতৃত্বে সানি, অভি, নিশাদ, বাহার, একাব্বর, সাদ্দাম সহ ১৮-২০জন জেলা নেতাদের উপর হামলা চালায়। ওই হামলা ফেরাতে গিয়ে স্থানীয় এমপি খান আহমেদ শুভকে লাঞ্ছিত হন। এ সময় বিক্ষুব্ধ আওয়ামীলীগের নেতাকর্মীদের হামলায় জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন সহ ১০ জন সামান্য আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ জানান, সম্মেলন সুষ্ঠু ও সুন্দরভাবে শেষ হয়েছে। সম্মেলনের পর নেতাকর্মীদের মধ্যে সামান্য ধাক্কাধাক্কি হয়েছে- এটা তেমন কিছু নয়। ওরা ক্ষুব্ধ হয়ে ভুল করেছে।        

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য