আজ মঙ্গলবার সকালে সাতক্ষীরার কলারোয়া উপজেলায় দিনদুপুরে ধারালো দা দিয়ে নাজমা খাতুন (৩৮) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে বলে তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের ইলিশপুর গ্রাম থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। বেলা ১১টার দিকে বাসা থেকে ধারালো অস্ত্রসহ গৃহবধূর স্বামী আব্দুল আলিম গাজীকে আটক করে পুলিশ। নিহত নাজমা খাতুন ছিলেন আলিমের দ্বিতীয় স্বামী।সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের ইলিশপুর গ্রামে তাদের বাড়ি।
স্থানীয়দের বরাত দিয়ে কলারোয়া থানার ওসি নাসিরুদ্দিন মির্জা জানান, সকালে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এ সময় স্বামী আলিম স্ত্রী নাজমাকে মারপিট করে। এর পর আলিম হাতে থাকা ধারালো দা দিয়ে স্ত্রীর গলায় ও মুখে পর পর তিনটি কোপ মারে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। বাসে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। সহকারী পুলিশ সুপার সার্কেল মীর আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ময়নাতদন্তের জন্য নাজমা খাতুনের লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।


















