Tuesday, August 5, 2025
Homeআন্তর্জাতিক৫৮ বছর পর অক্টোবরের সর্বনিম্ন তাপমাত্রা দিল্লিতে, ভারতে তীব্র শীতের শঙ্কা!

৫৮ বছর পর অক্টোবরের সর্বনিম্ন তাপমাত্রা দিল্লিতে, ভারতে তীব্র শীতের শঙ্কা!

গত ৫৮ বছরে প্রথমবার। শীতলতম অক্টোবর মাস দেখল দিল্লি। এমনই দাবি করেছে ভারতীয় আবহাওয়া দফতর। এবছর অক্টোবর মাসে দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রার গড় ছিল ১৭.২ সেলসিয়াস। ১৯৬২ সালের পর এই অক্টোবর মাসে এই প্রথম দিল্লির তাপমাত্রা এতটা নীচে নামল। শেষবার ১৯৬২ সালে অক্টোবর মাসে রাজধানী দিল্লির গড় সর্বনিম্ন তাপমাত্রা হয়েছিল ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস।

সাধারণত অক্টোবর মাসে দিল্লির গড় সর্বনিম্ন তাপমাত্রা থাকে ১৯.১ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৬ বছরে যা সর্বনিম্ন। শেষ বার ১৯৯৪ সালে দিল্লির তাপমাত্রা এতখানি নেমেছিল। শেষ বার ১৯৯৪ সালের ৩১ অক্টোবর দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১২.৩ ডিগ্রি সেলসিয়াস। বছরের এই সময় দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ থেকে ১৬ ডিগ্রির আশেপাশে থাকা উচিত বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।

ভারতের আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মুহূর্তে দিল্লির আকাশ একেবারেই পরিষ্কার। মেঘের কোনও আচ্ছাদন নেই। যার ফলে তাপমাত্রা এতখানি কমে গেছে। মেঘের চাদরে ধাক্কা খেয়ে পৃথিবী থেকে নিঃস্বরিত ইনফ্রারেড রশ্মি অনেক সময় ফিরে আসে। যার ফলে ভূপৃষ্ঠের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পায়। কিন্তু মেঘ না থাকায় এই মুহূর্তে তা হচ্ছে না। পাশাপাশি, বেশি জোরে বাতাস না বওয়ায় কুয়াশাও তৈরি হচ্ছে। ১৯৩৭ সালের ৩১ অক্টোবর দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ৯.৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল, যা সর্বকালীন রেকর্ড।

সূত্র : নিউজ এইটটিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য