Tuesday, October 14, 2025
Homeআন্তর্জাতিক২০ দেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার সৌদির

২০ দেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার সৌদির

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ২০ দেশের নাগরিকদের প্রবেশে আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সৌদি আরব।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এ নিষেধাজ্ঞা প্রত্যাহরের ঘোষণা দিয়েছে। খবর আরব নিউজের।

 তবে সৌদি কর্তৃপক্ষ একই সঙ্গে এও বলেছে, যারা নিজ দেশ থেকে করোনার টিকা নিয়ে আসবেন, কেবল তারাই দেশটিতে ঢোকার অনুমতি পাবেন।

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ এবং এ মহামারির নতুন ধরনের সংক্রমণ ঠেকাতে গত ৩ ফেব্রুয়ারি স্থানীয় সময় রাত ৯টা থেকে ২০ দেশের নাগরিকদের সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বাংলাদেশ ছাড়া এশিয়া, ইউরোপ, আমেরিকা ও আফ্রিকার ২০ দেশ এ নিষেধাজ্ঞার আওতাভুক্ত করা হয়।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, ইতালি, পাকিস্তান, ব্রাজিল, পর্তুগাল, যুক্তরাজ্য, তুরস্ক, দক্ষিণ আফ্রিকা, সুইডেন, সুইজারল্যান্ড, ফ্রান্স, লেবানন, মিসর, ভারত ও জাপান।

উল্লেখ্য, এর আগে গত ৩ জানুয়ারি সৌদি ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিয়ে সব ধরনের ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছিল দেশটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য