Tuesday, October 14, 2025
Homeবাংলাদেশ১০ জনের নাম চূড়ান্ত, তালিকা যাবে রাষ্ট্রপতির কাছে

১০ জনের নাম চূড়ান্ত, তালিকা যাবে রাষ্ট্রপতির কাছে


প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদের জন্য ১০ জনের নাম সুপারিশ করেছে সার্চ কমিটি। এই ১০ জনের তালিকা থেকে পাঁচজন চূড়ান্ত করার জন্য পাঠানো হচ্ছে রাষ্ট্রপতির কাছে।

মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই বৈঠক হয়।

১০ জনের তালিকা থেকে পাঁচজনকে নিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
এর মধ্যে একজন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং চারজন হবেন নির্বাচন কমিশনার।
কমিটির প্রধান বিচারপতি ওবায়দুলের সভাপতিত্বে বৈঠকে কমিটির বাকি পাঁচ সদস্য বিচারপতি এস এম কুদ্দুস জামান, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, লেখক-অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক, মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী এবং সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য