Sunday, August 10, 2025
Homeআন্তর্জাতিক"হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির" মাতৃভাষা পদক-২৫ পাবেন সাংবাদিক মাহবুবুর রহমান 

“হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির” মাতৃভাষা পদক-২৫ পাবেন সাংবাদিক মাহবুবুর রহমান 

“হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির” মাতৃভাষা পদক-২০২৫ এর জন্য মনোনীত হয়েছেন অস্ট্রিয়ার ভিয়েনা থেকে বাংলা ভাষায় প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল “ইউরো বাংলা টাইমস” এর এডিটর ইন চীফ বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান। 

ইউরোপে বাংলা ভাষা প্রসারে বিশেষ অবদান রাখায় তাঁকে মাতৃভাষা পদক-২০২৫ এ মনোনীত করে মানবাধিকার সংগঠনটি।

৯ ফেব্রুয়ারি (রবিবার) হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এম.এম ইকবাল (আলমগীর) স্বাক্ষরিত শুভেচ্ছা বার্তায় এ তথ্য জানানো হয়। আগামী ২০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বিকেলে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মাহবুবুর রহমান কে “মাতৃভাষা পদক-২৫” এ ভূষিত করা হবে। 

মাহবুবুর রহমান ভোলার লালমোহন উপজেলার কৃতি সন্তান। সুদূর অস্ট্রিয়ায় জীবনযাপন করলে বাংলাদেশ ও বাংলা ভাষার প্রতি রয়েছে তাঁর অগাধ ভালোবাসা। বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য ইউরোপসহ বিশ্বের বুকে তুলে ধরার প্রয়াসে নিজের সম্পাদনায় বাংলা ভাষায় প্রকাশ করছেন “ইউরো বাংলা টাইমস”। 

ইউরোপে বাংলাভাষী গণমাধ্যমকর্মীদের সংগঠন “অস্ট্রিয়া বাংলাদেশ প্রেসক্লাব” র সভাপতি এবং ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশন”র প্রধান উপদেষ্টা পদে দায়িত্ব পালন করছেন মাহবুবুর রহমান।

এদিকে মাতৃভাষা পদক-২০২৫ এ মনোনীত হওয়ায় মাহবুবুর রহমান কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, ইউরো বাংলা টাইমস পরিবারসহ, জাতীয় সাংবাদিক সংস্থা লালমোহন উপজেলা শাখা এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য