Monday, August 11, 2025
Homeঅপরাধসিলেটের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১০৫টি গুলি উদ্ধার

সিলেটের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১০৫টি গুলি উদ্ধার

সিলেটের জাফলং থেকে সিলেট নগরগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে একটি থলের মধ্যে আলাদা দুটি বাক্স হতে শটগানের ১০৫টি গুলি উদ্ধার করেছে পুলিশ।

বক্সের গায়ে লেখা ‘মেইড ইন ইন্ডিয়া’।সিলেটের শাহপরান থানার ওসি সৈয়দ আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ জানায়, সিলেট শহরতলির বটেশ্বর এলাকার একটি বাসে তল্লাশি চালিয়ে ব্যাগটি জব্দ করা হয় বুধবার দুপুরে। এ ঘটনায় বাস জব্দ ও বাসের চালক, সহকারীসহ সাতজনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের পর তাদের ছেড়ে দেয়া হয়। গুলির চালান কেন আনা হয়েছে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং মালিক কে ? এসব তথ্য উদঘাটনে তদন্ত করছে পুলিশ। গুলির চালানের সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য