Saturday, August 2, 2025
Homeদেশগ্রামসিরাজগঞ্জে শোবারঘর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

সিরাজগঞ্জে শোবারঘর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার


সিরাজগঞ্জের বেলকুচিতে নিজেদের শোবারঘর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে কামারপাড়ার ঘোষপাড়া এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন— ওই এলাকার দ্বিজগোপাল ঘোষের ছেলে গৌরাঙ্গ ষোঘ (২৫) ও তার স্ত্রী তমা রানী ঘোষ (২০)।

স্থানীয়রা জানান, স্থানীয় একটি মিষ্টির দোকানে কাজ করতেন গৌরাঙ্গ ঘোষ। বৃহস্পতিবার কাজ শেষে রাতে বাসায় এসে নিজ ঘরে ঘুমাতে যান। সকালে পরিবারের লোকজন তাদের বারবার ডাকলেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে দরজা ভেঙে দুজনের লাশ মেঝেতে পড়ে থাকতে দেখা যায়।
বেলকুচি থানার ওসি গোলাম মোস্তফা বিপ্লবী সংবাদকে জানান, খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুলন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, গৌরাঙ্গ ঘোষের শরীরের বিভিন্ন স্থানে আঁচড়ের দাগ ও হাতের শিরা কাটা থাকলেও তমা ঘোষের শরীরে কোনো দাগ নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা করেছেন গৌরাঙ্গ। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য