Monday, August 11, 2025
Homeআইন-আদালতসাইফার মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ১৪ দিনের রিমান্ড

সাইফার মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ১৪ দিনের রিমান্ড

গোপন তারবার্তা প্রকাশ (সাইফার মামলা) মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের রিমান্ড ১৪ দিন বাড়ানো হয়েছে। ফলে আগামী ১৩ই সেপ্টেম্বর পর্যন্ত তাকে অ্যাটোক জেলেই থাকতে হচ্ছে। জিয়ো নিউজ জানিয়েছে, গোপন তারবার্তা প্রকাশ (সাইফার মামলা) মামলায় ইমরানের বিরুদ্ধে স্পেশাল কোর্টের বিচারক আবুল হাসনান জুলকারনাইন রিমান্ডের বুধবার এই আদেশ দেন। অফিসিয়াল সিক্রেট অ্যাক্টের অধীনে ইমরান খানের বিরুদ্ধে মামলার শুনানি করছিলেন তিনি।

নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে জেলের ভেতরেই আদালত বসিয়ে শুনানি অনুমোদন করে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।এর আগে মঙ্গলবার ইমরান খানের বিরুদ্ধে দেওয়া তোশাখানা দুর্নীতি মামলার কারাদণ্ড স্থগিত করেছেন ইসলামাবাদ হাইকোর্ট। তবে এ মামলায় জামিনে ছেড়ে দেওয়ার নির্দেশও দিলেও সাইফার মামলায় তাকে কারাগারেই আটক রাখার নির্দেশনা দেয় সরকারি গোপন নথি আইন বিশেষ আদালত।  

বর্তমানে ‘মিসিং’ বা হারিয়ে যাওয়া সেই কূটনৈতিক ডকুমেন্ট নিয়ে মামলা চলছে। গত বছর ক্ষমতাচ্যুত হওয়ার আগে একটি রাজনৈতিক র‌্যালিতে ওই কূটনৈতিক ডকুমেন্ট প্রদর্শন করেছিলেন ইমরান। এদিকে ইমরান খানের সঙ্গে দেখা করেছেন বোন আলেমা খান, উজমা খানম ও সাবেক ফার্স্টলেডি বুশরা বিবি। অ্যাটক জেলে বন্দি আছেন তিনি, পাঁচ দিন আগে অনুমতি চাওয়ার পর ইসলামাবাদ হাইকোর্ট অনুমতি দেন।বৈঠকের সময়, ইমরানের বোন এবং স্ত্রী বুশরা বিবিসহ চার সদস্যের আইনি দলের সঙ্গে ছিলেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য