Friday, August 1, 2025
Homeশিক্ষা সংবাদশিক্ষা সচিব সিদ্দিক জোবায়ের প্রত্যাহার করা হয়েছে

শিক্ষা সচিব সিদ্দিক জোবায়ের প্রত্যাহার করা হয়েছে

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করা হয়েছে। সোমবারের বিমান বিধ্বস্তে মাইলস্টোন ট্র্যাজেডি ও এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্তহীনতার জেরে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব প্রত্যাহার করা হয়েছে

আজ মঙ্গলবার (২২ জুলাই) জনপ্রশাসন বিষয়ক কমিটির সদস্য সচিব মাহফুজ আলম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সোমবার ভয়াবহ দুর্ঘটনার পর মঙ্গলবার রাষ্ট্রীয় শোক দিবসে পরীক্ষা নেওয়া নিয়ে ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। তারা সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে সচিব ও উপদেষ্টার পদত্যাগ দাবি করেন।

পরিস্থিতি উত্তপ্ত হলে শিক্ষার্থীরা সচিবালয়ের ১ নম্বর গেট ভেঙে ভেতরে ঢুকে পড়ে ও ভাঙচুর চালায়। পুলিশ লাঠিচার্জ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে অনেক শিক্ষার্থী আহত হন।

গত বছরের ১৪ অক্টোবর সিদ্দিক জোবায়েরকে সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য