Saturday, December 13, 2025
Homeরাজনীতিশারীরিক পরিস্থিতির কারণে খালেদা জিয়া বিদেশ নিতে দেরী হচ্ছে-জাহিদ হোসেন

শারীরিক পরিস্থিতির কারণে খালেদা জিয়া বিদেশ নিতে দেরী হচ্ছে-জাহিদ হোসেন

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি জানান, শারীরিক অবস্থার কারনে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেশে নেওয়ার বিষয়ে দেরি হচ্ছে বলে জানিয়েছেন দলের ।

ডা. জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে মেডিকেল বোর্ড। তিনি বলেন, ‘এয়ার অ্যাম্বুল্যান্স প্রস্তুত আছে, তার শারীরিক অবস্থা বিবেচনায়, বিদেশে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।’ এদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী জানান, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য বিশেষায়িত এয়ার অ্যাম্বুল্যান্স প্রস্তুত রয়েছে। মেডিকেল বোর্ড যখন ভ্রমণের জন্য উপযুক্ত ঘোষণা দেবে এবং ‘সবুজ সংকেত’ দেবে, তখনই অ্যাম্বুল্যান্স ঢাকায় পৌঁছাবে এবং খালেদা জিয়াকে লন্ডনের উদ্দেশে রওনা করবে। পুরো প্রক্রিয়ার ব্যবস্থা করছে কাতার কর্তৃপক্ষ।

এনামুল হক চৌধুরী আরও বলেন, জার্মানি থেকে আসা অ্যাম্বুল্যান্সের বিষয়ে সবকিছু কাতারের তত্ত্বাবধানে করা হচ্ছে। ‘এটি ভাড়া করা হচ্ছে না, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর জন্য কাতারের রয়েল কর্তৃপক্ষের উদ্যোগেই সব ব্যবস্থা নেওয়া হয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য