Friday, November 28, 2025
Homeদেশগ্রামশারীরিক ও মানসিক সুস্থতা থাকতে হলেনিয়মিত ব্যায়াম করা উচিত : এমপি শাওন

শারীরিক ও মানসিক সুস্থতা থাকতে হলেনিয়মিত ব্যায়াম করা উচিত : এমপি শাওন

জাহিদুল ইসলাম দুলাল, লালমোহন  (ভোলা) প্রতিনিধি:

‘একটি সুন্দর বাড়ি গড়ার চেয়ে একটি সুস্থ দেহগড়া অধিক জরুরী। কারন দিন শেষে আপনিদেহের মধ্যেই ঘুমান’ শ্লোগানে লালমোহন জিমক্লাবের সদস্যদের সুস্বাস্থ্যের অধিকারী ও জিমক্লাবকে গতিশীল করার লক্ষ্যে মতবিনিময় সভাঅনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে লালমোহনমুক্তিযোদ্ধা কমপ্লেক্সের জিম ক্লাবের হলরুমেমতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবেউপস্থিত ছিলেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্বনূরুন্নবী চৌধুরী শাওন। প্রধান অতিথির বক্তব্যেএমপি শাওন বলেন, সুস্থ দেহ সুন্দর মন এইপ্রবাদটি সবসময় সত্য বলে প্রমানিত হয়েছে।একজন মানুষের সুস্থ থাকাটা সবচেয়ে বেশিজরুরী। তাই সুস্থ থাকতে হলে সকলকে নিয়মিতব্যায়াম করা উচিত। মানুষের মানসিক সুস্থতাশারীরিক সুস্থতার উপর নির্ভর করে। শরীর সুস্থনা থাকলে কোন কাজই ভালো লাগে না।মানসিক স্বাস্থ্য আমাদের দেহ ও মনের ভারসাম্যরক্ষায় সহায়তা করে। শারীরিক ও মানসিকসুস্থতা থাকতে হলে ব্যায়ামের বিকল্প নেই।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লবকুমার হাজরার সভাপতিত্বে এসময় অন্যান্যেরমধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইসচেয়ারম্যান আবুল হাসান রিমন, লালমোহনউপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকফকরুল আলম হাওলাদার, পৌরসভাআওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলামবাদল, লালমোহন প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিন, আশ্রাফ নগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান কামরুল, পৌরসভার কাউন্সিলর, বিভিন্ন ইউপিচেয়ারম্যান, জিমক্লাবের সদস্যসহ আরোঅনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য