Tuesday, January 27, 2026
Homeদেশগ্রামলালমোহনে সাপের কামড়ে কলেজ ছাত্রের মৃত্যু

লালমোহনে সাপের কামড়ে কলেজ ছাত্রের মৃত্যু


লালমোহন (ভোলা) প্রতিনিধি :


ভোলার লালমোহনে সাপের কামড়ে মো. তোফায়েল আহমেদ তুহিন (২৩) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চরভূতা ইউনিয়নের চর লেঙুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তুহিন ওই এলাকার মৃত মোতাহার হোসেনের ছেলে ও ভোলা সরকারি কলেজের বাংলা বিভাগের অর্নাস দ্বিতীয় বর্ষের ছাত্র।


জানা যায়, ঘটনার দিন দুপুরে নিজ বাড়ির পিছনে বাগানের সুপারি দেখতে যায় তুহিন। এসময় একটি সাপ তাকে কামড় দেয়। পরে তুহিনের চিৎকারে পরিবারের লোকজন উদ্ধার করে তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে সাপের ভ্যাকসিন না থাকায় তুহিনকে ভোলা সদর হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। এরপর ভোলা নেয়ার পথে মারা যায় সে।


এব্যাপারে লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, এমন কোনো সংবাদ এখনও আমাদের কাছে আসেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য