Tuesday, October 14, 2025
Homeদেশগ্রামলালমোহনে বুদ্ধি প্রতিবন্ধী হারানো মেয়েকে ফিরে পেতে পরিবারের আকুতি

লালমোহনে বুদ্ধি প্রতিবন্ধী হারানো মেয়েকে ফিরে পেতে পরিবারের আকুতি

স্টাফ রিপোর্টার:

গত ১৭/০৩/২০২৪ ইং তারিখে মোসা: লিমা আক্তার (১৪) নামে একজন বুদ্ধি প্রতিবন্ধী মেয়ে বাসা হতে বের হয়ে আর ফিরে আসেনি।পরিবারের দাবী সে হারিয়ে গেছে। এ বিষয়ে লালমোহন থানায় একটা জিডি করা হয়েছে। জিডি নং – ৮৯১ । যদি কোনো হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পান তাহলে নিচের ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

যোগাযোগের ঠিকানা: লালমোহন থানা অথবা পারভীন চৌধুরী। ঠিকানা: মাস্টার পাড়া, বাবুল মিয়া বাসা, ৬নং ওয়ার্ড, লালমোহন পৌরসভা, ভোলা। মোবাইল নং-০১৯১৪৬৫৩৮৬৮

হারানোর সময় তার পরনে ছিল খয়রী রংরের জরঝটের জামা, ক্রিম রংরের পায়জামা, সাদা কালো ওরনা, গায়ের রং ফর্সা, মাথার চুল কালো ছোট, শরীলের গঠন হালকা পাতলা, মুখমন্ডল গোলাকার ডান পাশের গালে তিল আছে, উচ্চতা ৪ ফুট ১০ ইঞ্চি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য