Saturday, December 13, 2025
Homeদেশগ্রামলালমোহনে বিজয় দিবসসহ গুরুত্বপূর্ণ তিন দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

লালমোহনে বিজয় দিবসসহ গুরুত্বপূর্ণ তিন দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

লালেমোহন (ভোলা) প্রতিনিধিঃ

ভোলার লালমোহনে ভোলা মুক্ত দিবস (১০ ডিসেম্বর), শহিদ বুদ্ধিজীবী দিবস (১৪ ডিসেম্বর) ও মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর) ২০২৫ উদযাপন উপলক্ষে লালমোহন উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) সকালে লালমোহন উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহ আজিজ, এসময় তিনি তার বক্তব্যে বলেন মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নতুন প্রজন্মের মাঝে ইতিহাস তুলে ধরতে এসব দিবস উদযাপনের গুরুত্ব অপরিসীম। সকলের সম্মিলিত প্রচেষ্টায় অনুষ্ঠানগুলো সফলভাবে বাস্তবায়ন করা হবে।

এসময় অন্যান্যের মধ্যে সভায় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাসুদ, লালমোহন উপজেলা বিএনপি’র সভাপতি মো. জাফর ইকবাল ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, লালমোহন প্রেসক্লাবের আহবায়ক সোহেল মো. আজিজ শাহিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য