লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ
ভোলার লালমোহনে গাঁজা সেবনের সময় এলাকাবাসীর সহায়তায় লিটন (২৯) নামের এক যুবককে আটক করেছে লালমোহন থানা পুলিশ। জানা যায় শুক্রবার (২জুন) দুপুরে পৌরসভার ২নং ওয়ার্ড সওদাগর চৌমূহনী এলাকায় লিটন গাঁজা সেবন করছিল। লিটনের গাঁজা সেবন দেখে স্থানীয়রা লালমোহন থানায় ফোন করলে তাৎক্ষনাত লালমোহন থানার এসআই নূরউদ্দিন এর নেতৃত্বে এসআই মোহাম্মদ হাসান ও এএসআই মোঃ ওমর ফারুক এবং কনেস্টেবল মোঃ সালাউদ্দিন এসে তাকে গ্রেফতার করে। লিটন লালমোহন পৌরসভার ১২ নং ওয়ার্ডর মৃত শহীদ কয়ালের ছেলে।লালমোহন থানার এসআই মোঃ নুর উদ্দিন জানান, আটককৃতের বিরুদ্ধে মামলা হয়ে। মামলা নং ০২, তারিখ ২ জুলাই। আগামীকাল তাকে কোর্টে প্রেরণ করা হবে।


















