Friday, November 14, 2025
Homeআইন-আদালতলালমোহনে ইয়াবাসহ দুই যুবক আটক

লালমোহনে ইয়াবাসহ দুই যুবক আটক

লালমোহন ভোলা প্রতিনিধি :

ভোলার লালমোহনে ১শত পিস ইয়াবাসহ মনির হোসেন (৩০) ও আনোয়ার হোসেন (২৬) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ। 

শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া পশ্চিম বাজার থেকে তাদেরকে আটক করা হয়। আটক মনির হোসেন ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা ফারুক ফরাজির ছেলে এবং আনোয়ার হোসেন একই ইউনিয়নের ৫নং ওয়ার্ড পাঙ্গাশিয়া গ্রামের শাহজাহানের ছেলে। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, নিয়মিত মাদক উদ্ধার অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজন কে আটক করা হয় এবং তাদের এক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। এসময় আটককৃতদের কাছ থেকে একশত পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য