লক্ষ্মীপুরে মেঘনায় ট্রলার-স্পিডবোটের সংঘর্ষে এডিসিসহ আহত ৬

biplobtsangbad.com


লক্ষ্মীপুরে মেঘনা নদীতে মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার মজুচৌধুরীরহাট এলাকায় ট্রলার ও স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মো. শাহিদুল ইসলাম আহত হয়েছেন। এ ঘটনায় আরও আহত হয়েছেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রশিদ ও এনডিসি মো. রাজিব হোসেনসহ ছয়জন।

মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার মজুচৌধুরীরহাট মেঘনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করে।

খবর পেয়ে রাতেই জেলা প্রশাসক (ডিসি) অঞ্জন চন্দ্র পাল ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুম হাসপাতালে তাদের দেখতে যান।জেলা প্রশাসন সূত্র জানায়, আগামী ১২ ডিসেম্বর নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর লক্ষ্মীপুরে মেঘনা নদীতে ড্রেজিংকাজ উদ্বোধন করার কথা রয়েছে।

প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষে মঙ্গলবার বিকালে অতিরিক্ত জেলা প্রশাসক শাহিদুল ইসলামের নেতৃত্বে কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে যান।

পরিদর্শন শেষে ফিরে আসার পথে মজুচৌধুরীরহাটের মেঘনা নদীতে ট্রলারের সঙ্গে স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্বসহ ছয়জন আহত হন।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here