সরকার আগামী ১৫-২৩ জুলাই সকাল ৬ টা পর্যন্ত লকডাউন শিথিল করেছেন । যাহাতে ঢাকা থেকে মানুষ গ্রামে ঈদ করতে যেতে পারেন এবং ব্যবসায়ীরা ঈদের বেচাকেনা করতে পারেন। কোরবানীর পশু কেনাবেচা করা যায়। তাতে কোনো সন্দেহ নাই । তবে যে মানুষগুলো ঈদ করতে গ্রামের বাড়ী যাবেন সেই মানুষগুলিকে ২১ তারিখ ঈদ পালন করে আবার ঈদের পরের দিনই ২২ জুলাই কর্মস্থলের উদ্দেশে যাত্রা করতে হবে। কল্পনা করা যায় গনপরিবহনে কি পরিমাণ ভীড় হবে, যানজট হবে রাস্তায়, সংকট হবে বাস-ট্রেনের টিকেটের এবং যাদের ব্যক্তিগত গাড়ি নাই তারা চরম অনিশ্চয়তা ও ভোগান্তিতে পড়বেন । এই ভীড়ে করোনাভাইরাস কি বাড়বে না কমবে ?
নীতি নির্ধারকরা কি তা ভেবেছেন ? সুতরাং নীতি-নির্ধারকগণের কাছে বিনীত আবেদন, ২৩ শে জুলাইয়ের পরিবর্তে ২৫ জুলাই সকাল ৬ টা পর্যন্ত লকডাউন স্থগিত করা হোক ।
ঢাকা থেকে যারা দূরবর্তী জেলাগুলোতে যাবেন তাদের বাস্তবতা বিবেচনা করা হোক । একদিনেই এতো সিট, যানবাহন ম্যানেজ হবেনা । আর রাস্তার ধারণ ক্ষমতার সীমাওতো আছে!


















