Tuesday, October 14, 2025
Homeঅপরাধরাস্তায় পড়ে আছে নবজাতকের মৃতদেহ, কুকুরের টানাহেঁচড়া

রাস্তায় পড়ে আছে নবজাতকের মৃতদেহ, কুকুরের টানাহেঁচড়া

লক্ষ্মীপুরের কমলনগরে রাস্তার পাশে পড়ে থাকা এক মৃত নবজাতককে ক্ষতবিক্ষত অবস্থায় পড়েছিল। মৃতদেহটি টানাহেঁচড়া করছিল কুকুর। ওই নবজাতকের মাথা ছাড়া কোনো অংশ দেখা যায়নি। কুকুরের কামড়ে শুধু হাড়গুলো দৃশ্যমান। কে বা কারা শিশুটিকে রেখে গেছে তা জানা যায়নি।

আজ বুধবার (১৩ জানুয়ারি) সকাল ৯টার দিকে এ ঘটনা দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। উপজেলার উত্তর চরলরেঞ্চ পূর্ব মুজিবনগর মতিরহাট-তোরাবগঞ্জ সড়কের পাশে ওড়না কম্বল মোড়ানো অবস্থায় নবজাতকের মরদেহটি পড়ে আছে।

স্থানীয় সূত্র জানায়, একটি কালো ব্যাগ থেকে কম্বল, ওড়না, লুঙ্গি দিয় মোড়ানো নবজাতককে কুকুর টেনে-হিঁচড়ে বের করেছে। এটি দেখে স্থানীয়রা কাছে গিয়ে কুকুর তাড়িয়ে দেয়। নবজাতকের দেহ ক্ষতবিক্ষত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। ধারণা করা হচ্ছে, কুকুর নবজাতককে কামড়ে এ অবস্থার সৃষ্টি করেছে।

চরলরেন্স ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বলেন, একটি ব্যাগ থেকে কুকুর টেনেহেঁচড়ে নবজাতকের দেহটি বের করেছে। এ ঘটনা দেখার পর কুকুরকে তাড়িয়ে দেওয়া হয়। এর মধ্যেই শিশুটির পুরো দেহ ক্ষতবিক্ষত হয়। ঘটনাটি মর্মান্তিক।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আবছার বলেন, ঘটনাটি এখনো কেউ আমাদের জানায়নি। আমরা এ বিষয়ে খোঁজ নিচ্ছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য