Monday, August 4, 2025
Homeখেলাধুলারাত ১১টায় ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল দল

রাত ১১টায় ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল দল

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ ম্যাচে মঙ্গলবার রাত ১১টায় ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল দল।এই ম্যাচে শক্তির দিক দিয়ে বাংলাদেশ থেকে অনেক এগিয়ে ওমান। তারপরও নিজেদের সেরাটা দিয়ে অসম প্রতিপক্ষের কাছ থেকে পয়েন্ট ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা তপু বর্মণদের। 

গ্রুপে দ্বিতীয় স্থানে ওমান, হেরেছে শুধু কাতারের কাছে। পয়েন্ট টেবিলেও কাতারের পর তাদের অবস্থান। অন্যদিকে বাংলাদেশের অবস্থান তলানিতে। প্রাপ্তি বলতে দুই ড্র।

কাতারের দোহায় জসিম বিন হামাদ স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার আগে দলের প্রত্যাশার কথা শুনিয়ে অভিজ্ঞ ডিফেন্ডার তপু বলেন, ওমান সম্পর্কে আমাদের ভালো ধারণা আছে। তাদের শক্তি ও দুর্বলতা আমাদের জানা; আমরা তাদের কীভাবে আটকাব, তাদের বিপক্ষে কীভাবে আক্রমণ করব, এগুলো নিয়ে অনেক কাজ করেছি। এছাড়া আগেও খেলেছি তাদের বিপক্ষে। যেহেতু এটা আমাদের বাছাইয়ের শেষ ম্যাচ, আপনারা দোয়া করবেন, যাতে আমরা ভালো একটা ফল পেতে পারি। আগে ওমানের বিপক্ষে ৪-১ গোলে হেরেছিল বাংলাদেশ দল। সেই ম্যাচে বিপলু আহমেদ গোল করেছিলেন। এবার অবশ্য কার্ড সমস্যার কারণে খেলতে পারছেন না তিনি। তবে দলের প্রতি শুভকামনা জানিয়েছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য