রাজধানীর বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৩টার দিকে বিমানবন্দর-উত্তরামুখী ফুটওভার ব্রিজ থেকে কিছুটা সামনে এ দুর্ঘটনা ঘটে। তাদের লাশ রাস্তার মাঝে পড়েছিল। নিহতরা হলেন— মো. রফিকুল ইসলাম (৪০) ও কাজল আক্তার (৩৫)। তাদের মধ্যে রফিকুলের বাসা দক্ষিণখান এলাকায়। আর কাজল খিলগাঁওয়ের বাসিন্দা।

বিমানবন্দর থানার এসআই জুয়েল মাহমুদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি তাদের লাশ রাস্তার মাঝে পড়ে আছে। তবে তাদের অবস্থা দেখে ধারণা করা যায় কোনো গাড়ি তাদের চাপা দিয়েছে। তিনি আরও বলেন, রাতে রাস্তা ফাঁকা থাকায় কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। দুজনের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here