Friday, August 1, 2025
Homeবাংলাদেশরাজধানীর নিরাপত্তায় ঢাকায় বিমান ঘাঁটি অপরিহার্য : বিমান বাহিনী

রাজধানীর নিরাপত্তায় ঢাকায় বিমান ঘাঁটি অপরিহার্য : বিমান বাহিনী

বিমান পরিচালনা পরিদপ্তরের পরিচালক এয়ার কমোডর শহীদুল ইসলাম জানিয়েছেন রাজধানী ঢাকার আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করতে ঢাকাতেই বিমান বাহিনীর ঘাঁটি অপরিহার্য। তিনি জানান, বর্তমানে বিমান ঘাঁটি সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা নেই।

আজ সোমবার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ এয়ার স্পেস বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।  এক প্রশ্নের জবাবে এয়ার কমোডর শহীদুল ইসলাম বলেন, ‘রাজধানীর আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করতে এই ঘাঁটির উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের অনেক দেশের রাজধানীতেই বিমান বাহিনীর ঘাঁটি রয়েছে।’

সংবাদ সম্মেলনে গত সপ্তাহে সংঘটিত বিমান বিধ্বস্তের ঘটনা নিয়ে বিমান বাহিনীর জরুরি সমন্বয় কেন্দ্রের প্রধান সমন্বয়ক এয়ার কমোডর মো. মিজানুর রহমান বলেন, ‘ঘটনার পরপরই বাংলাদেশ বিমান বাহিনী উদ্ধারকাজে অংশ নেয় এবং একই দিন একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়।’ 

তিনি আশ্বস্ত করেন, দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে। ‘যতদিন প্রয়োজন, বিমান বাহিনী তাদের পাশে থাকবে’— বলেন তিনি।

তিনি আরও জানান, তদন্তে সহায়তার জন্য চীন থেকে একটি বিশেষজ্ঞ দল আসার সম্ভাবনা রয়েছে। আন্তর্জাতিক সহায়তা তদন্তকে আরও গভীর ও কার্যকর করবে বলে মনে করছে বাহিনী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য