টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ধনবাড়ীতে জেলা যুব অধিকার পরিষদের ক্রীড়া সম্পাদক হেলাল মাহমুদকে (২৫) কুপিয়ে হত্যার চেষ্টা করেছে একদল সন্ত্রাসী বলে অভিযোগ উঠেছে। বুধবার (২০ আগস্ট) উপজেলার বীরতারা ইউনিয়নের বাজিতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত হেলাল মাহমুদ জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশী আব্দুল মান্নান ও তার ছেলে মনহর আলীসহ কয়েকজন দীর্ঘদিন ধরে তাদের পারিবারিক ৮ শতাংশ জমি বেদখল করে রেখেছে। এ বিষয়ে সালিস বৈঠক হলেও সমাধান হয়নি। বুধবার পূর্বপরিকল্পিতভাবে মান্নান, মনহর আলী, নাঈম, ফাহিম, জিয়াউল হক, তালেক ও মোস্তফাসহ কয়েকজন রামদা, কুড়াল, লোহার রড় ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়।
এসময় তারা হেলাল ও তার বাবা নজরুল ইসলামকে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করে এবং দোকানঘর ভাঙচুর করে প্রায় অর্ধলক্ষ টাকার ক্ষয়ক্ষতি করে। ক্যাশবাক্সে থাকা প্রায় পাঁচ লক্ষাধিক টাকাও লুটে নেয় বলে অভিযোগ করেন হেলাল। স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। বর্তমানে হেলাল ও তার বাবা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হেলালের স্ত্রী নার্গিস বেগম, মা হেলেনা বেগম ও বোন লুৎফা বেগম সাংবাদিকদের বলেন, “এই স্বাধীন দেশে সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে প্রকাশ্যে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে। আমরা মামলা করার প্রস্তুতি নিচ্ছি এবং দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
টাঙ্গাইল জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম শহিদুল্লাহ বলেন, “ঘটনার খবর পেয়েছি। আহতদের দেখেছি, মাথায় আঘাত করা হয়েছে। মামলা হলে দ্রুত ব্যবস্থা নিয়ে আসামিদের গ্রেপ্তার করা হবে।