Wednesday, October 15, 2025
Homeদেশগ্রামমোটরসাইকেল কিনে না দেয়ায় ছাত্রের আত্মহত্যা

মোটরসাইকেল কিনে না দেয়ায় ছাত্রের আত্মহত্যা

ঝালকাঠির রাজাপুর উপজেলায় রোববার রাত ৮টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের মিলবাড়ি এলাকার খানবাড়িতে নতুন মোটরসাইকেল আবদার করে না পেয়ে মো. তাইমুর হোসেন খান (১৮) নামে এক মাদ্রাসাছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তাইমুর ওই এলাকার মো. আমির হোসেন খানের ছেলে ও মঠবাড়ি দাখিল মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্র। নিহতের স্বজনরা জানান, তাইমুর পরিবারের কাছে নতুন মোটরসাইকেল ক্রয় করার বায়না ধরেন। পরিবার করোনার এই সময় মোটরসাইকেল দিতে অপরাগতা প্রকাশ করে। এ সময় তাইমুর ঘর থেকে সবাইকে বের করে ভেতর থেকে দরজা লক করে নিজ কক্ষের সিলিংফ্যানের সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস দেয়। পরিবারের লোকজন বাহির থেকে দরজা ভেঙে তাইমুরকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজাপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, রাতেই মেডিকেল থেকে মরদেহ উদ্ধার করে একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে (মামলা নম্বর ১৮)। সোমবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য