Sunday, August 10, 2025
Homeআন্তর্জাতিকমামুনুল হককে সহায়তা দিয়েছে বিএনপি ও পাকিস্তান, দাবি ভারতীয় পত্রিকার

মামুনুল হককে সহায়তা দিয়েছে বিএনপি ও পাকিস্তান, দাবি ভারতীয় পত্রিকার

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সেক্রেটারি মাওলানা মামুনুল হক বর্তমানে রিমান্ডে আছেন। গত ২২ এপ্রিল তাকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস। এতে তারা দাবি করেছে, বাংলাদেশের বর্তমান সরকারকে উৎখাত করতে চেয়েছিলেন মামুনুল হক এবং তাতে সহায়তা দিয়েছিল বিরোধী দল বিএনপি, জামায়াতে ইসলামী ও পাকিস্তান। প্রতিবেদনটি করেছেন দীপাঞ্জন রায় চৌধুরী।

প্রতিবেদনটিতে বলা হয়, সুবর্ণজয়ন্তী ঘিরে হেফাজত যে সহিংসতা চালিয়েছে, তা বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে শলাপরামর্শের ভিত্তিতেই হয়েছে। আর তহবিল এসেছে পাকিস্তান থেকে। আফগানিস্তানে (তালেবানদের পক্ষ হয়ে) যুদ্ধ করা বাংলাদেশি বংশোদ্ভূত জিহাদিদের সঙ্গেও মামুনুলের যোগাযোগ রয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদে মামুনুলই এসব চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন।

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হককে ১৮ এপ্রিল রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদরাসা থেকে বেলা ১২টার দিকে গ্রেফতার করা হয়। পরের দিন সোমবার তাকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য