Friday, August 1, 2025
Homeদেশগ্রামমাভাবিপ্রবিতে সিপিএস বিভাগের ২৬ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

মাভাবিপ্রবিতে সিপিএস বিভাগের ২৬ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

টাঙ্গাইল প্রতিনিধিঃ

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স (সিপিএস) বিভাগের ২৬ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। ‘এডভোকেট তপন বিহারী নাগ ছাত্রকল্যাণ তহবিল’ থেকে ২০২৪ ও ২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের এই বৃত্তি দেওয়া হয়।

শনিবার (২৭ জুলাই ২০২৫) বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।

অনুষ্ঠানে পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জজ কোর্টের সিনিয়র এডভোকেট তপন বিহারী নাগ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবু জুবাইর এবং শুভেচ্ছা বক্তব্য দেন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ উমর ফারুক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিপিএস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আশরাফুল আলম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য