Wednesday, October 15, 2025
Homeআইন-আদালতমানিকগঞ্জে ৪৩০০ টাকার ফ্যান ৮০০০ টাকায় বিক্রি, ভোক্তা অধিকারের জরিমানা

মানিকগঞ্জে ৪৩০০ টাকার ফ্যান ৮০০০ টাকায় বিক্রি, ভোক্তা অধিকারের জরিমানা

পরেছে তীব্র গরম বেড়েছে ফ্যানের চাহিদা। চাহিদা বাড়ার সাথে সাথে কিছু অসাধু ব্যবসায়ী বিভিন্ন অজুহাতে বিগত কয়েকদিন ধরে রিচার্জেবল ফ্যানের দাম বাড়িয়ে বিক্রয় করছে।
আজ বৃহস্পতিবার (৮ জুন) সকালে মানিকগঞ্জ সদর এর নবীন সিনেমা হল সংলগ্ন মার্কেটে ক্রেতা সেজে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা টিম একটি ছদ্মবেশী অভিযান চালিয়ে ২ অসাধু ব্যবসায়ীকে জরিমানা করেছে।তারা ফ্যানের প্যাকেটের নির্ধারিত মূল্য কেটে অতিরিক্ত মূল্যে বিক্রয় করছিল। এসসময় হাতেনাতে ধরা হয় দুই অসাধু ব্যবসায়ীকে।

জেলা প্রশাসক মানিকগঞ্জ মুহাম্মদ আব্দুল লতিফ এর নির্দেশনায় অভিযানটি পরিচালনা কালে দেখা যায়, রাজ ইলেকট্রনিকস নামক প্রতিষ্ঠান ৪৩০০ টাকার ফ্যানের মূল্য মুছে বিক্রয় করছে ৮,০০০ টাকা ও নিউ হীরা ইলেকট্রনিকস নামক প্রতিষ্ঠান ফ্যানের ৫,০০০ টাকা মূল্যের স্টিকার তুলে  ৮,০০০ টাকা বিক্রয় করছে।
দুই প্রতিষ্ঠান এর কেউ ই ক্রয় রশিদ দেখাতে পারেনি এবং নির্ধারিত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় করার অপরাধে দুই ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী যথাক্রমে ১০,০০০ ও ১৫,০০০ টাকা জরিমানা করা হয়। সেই সাথে নির্ধারিত মূল্যে ইলেকট্রনিক পণ্য বিক্রয় করতে নির্দেশ প্রদান করেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল হান্নান, সাধারন সম্পাদক ক্যাব মানিকগঞ্জ  জেলা শাখার সাধারন সম্পাদক এবিএম সামসুন্নবী তুলিপ ও ব্যাটালিয়ন আনসার সদস্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য