Friday, May 9, 2025
Homeখেলাধুলামাত্র ১০ রানে অলআউট হয়ে গেল দলটি

মাত্র ১০ রানে অলআউট হয়ে গেল দলটি

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নতুন নজির গড়ল আইল অফ ম্যান। মাত্র ১০ রানে অলআউট হয়ে গেল দলটি। প্রতিপক্ষ স্পেন মাত্র ২ বল খেলেই জয় তুলে নেয়। ছেলেদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে এত কম রানে এর আগে কোনো দল অলআউট হয়নি।

আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে এক ইনিংসে সর্বনিম্ন রানের নজির ছিল তুরস্কের। ২০১৯ সালে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ২১ রানে অলআউট হয়ে গিয়েছিল তারা। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে চলতি বছরই বিগ ব্যাশে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিরুদ্ধে ৫.৫ ওভারে ১৫ রানে অলআউট হয়ে গিয়েছিল সিডনি। সেই সব নজির ভেঙে ফেলল আইল অফ ম্যান।

স্পেনের বোলারদের সামনে দাঁড়াতে পারেনি আইরিশ সাগরের এই দ্বীপের ব্যাটসম্যানরা। স্পেনের হয়ে মোহাম্মদ কামরান ও আতিফ মাহমুদ ৪টি করে উইকেট নেন। তারা দুইজনে ৮ ওভারে ৩টি মেডেন করেন। দেন ১০ রান। হ্যাটট্রিকও করেন কামরান। আইল অফ ম্যানের বাকি ২ উইকেট তুলেন নেন বাঁহাতি স্পিনার লর্ন বার্নস। তিনি কোনো রান দেননি। মাত্র ৮.৪ ওভারে পুরো দল অলআউট হয়ে যায়।

রান তাড়া করতে নেমে প্রথম বলেই নো করেন জোসেফ। ফ্রি হিটে চার মারেন আওয়াইস আহমেদ। পরের বলে ছক্কা মারেন তিনি। ম্যাচ জিতে যায় স্পেন। সেই সঙ্গে ৬ ম্যাচের সিরিজ ৫-০ জিতে যায় তারা। একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য