Thursday, November 21, 2024
Homeদেশগ্রামমাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাঁধনের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাঁধনের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী

টাঙ্গাইল প্রতিনিধি
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ এর ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (২৯ অক্টোবর ২০২৪) সকাল ১১ টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের সামনে আনন্দ রেলির উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ। রেলী শেষে কেক কাটা ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।

এসময় গ্রন্থাগারিক গ্রফেসর ড. মোঃ আবু জুবাইর, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মোঃ ফজলুল করিম, প্রক্টর প্রফেসর ড. মোঃ ইমাম হোসেন, ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আজিজুল হক, ফার্মেসী বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান মোগল, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. আশরাফ হোসাইন তালুকদার, জননেতা আব্দুল মান্নান হলের প্রভোস্ট ড. মোঃ দেলোয়ার জাহান মলয়, এস্টেট অফিসের পরিচালক ড. মোঃ আশরাফ আলী, রেজিস্ট্রার ড. মোহাঃ তৌহিদুল ইসলাম, বাঁধন মাভাবিপ্রবি ইউনিটের সভাপতি রাহুল চন্দ্র, সাধারণ সম্পাদক হাবিবা ইসলাম সেতুসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য