মাওলানা ফারুকী হত্যা : তদন্ত প্রতিবেদন ২২ ডিসেম্বর

বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল আই’-এর উপস্থাপক ও সুপ্রিম কোর্ট জামে মসজিদের খতিব মাওলানা নূরুল ইসলাম ফারুকী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস আজ রোববার এ আদেশ দেন। ফারুকীর ছেলে ফয়সাল ফারুকী বাদী হয়ে অজ্ঞাত পরিচয় আট থেকে ১০ জনকে আসামি করে শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন নির্ধারিত ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় বিচারক নতুন দিন ধার্য করেন। নথি থেকে জানা যায়, ২০১৪ সালের ২৮ আগস্ট রাজধানীর পূর্ব রাজাবাজারে নিজ বাড়িতে খুন হন মাওলানা নূরুল ইসলাম ফারুকী। ঘটনার দিন এশার নামাজের পর আনুমানিক ছয় থেকে সাতজন যুবক ফারুকীর বাসায় প্রবেশ করে এবং কিছু সময় পর তাঁর স্ত্রী ও এক ছেলেসহ তিন স্বজনের হাত-পা বেঁধে পৃথক কক্ষে ফারুকীকে গলা কেটে হত্যার পর পালিয়ে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here