ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বাইপাস সড়ক হয়ে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কে উঠতেই ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। রোববার এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার বামনডহর গ্রামের মৃত আনজু মিয়ার ছেলে মনজু মিয়া (২৬) ও ফুলপুর উপজেলার কালিখা গ্রামের রকুল ইসলামের ছেলে সিরাজুল ইসলাম (৩২)।
জানা গেছে, উপজেলার মাধবপুর থেকে একটি যাত্রীবাহী অটোরিকশা বাইপাস সড়ক হয়ে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কে উঠতেই নেত্রকোনাগামী একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী সিরাজুল ইসলাম নিহত হন। দুর্ঘটনায় আহত হন চালক মনজুসহ আরও দুজন যাত্রী। পরে স্থানীয় ও পুলিশের সহযোগিতায় তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে মনজু মিয়ার মৃত্যু হয়।
শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নয়ন দাস বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে।


















