মোকাম্মেল হক মিলন, ভোলা থেকেঃ
বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্প অধীন দিন ব্যাপী সেমিনার , ভোলার গনমাধ্য কর্মী ও জেলার কলেজের ছাত্র ও সূশীল সমাজের নাগরিকদের অংশগ্রহণে,, উগ্র বাদ প্রতিরোধে ছাত্র ও গণমাধ্যমের কর্মীও সূশীল সমাজের ভূমিকা,, শীর্ষক আজ সকালে শিল্প কলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম,। ভার্চুয়াল বক্তব্য দেন পুলিশ কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান আসাদুজ্জামান। উপস্থিত সূধীজন ও ছাত্রদের উদ্দেশ্য মূল বিষয় তুলে ধরেন পুলিশ কাউন্টার টেরোরিজম ইউনিট এর অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার রবিউল আরাফাত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন সরকার,এ রব স্কুল ও কলেজের অধ্যক্ষ সাফিয়া খাতুন ,দৈনিক আজকের ভোলা সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, মুক্তিযোদ্ধা মাহাবুব আলম নিরব, ভোলা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিতাভ রায় অপু, সিনিয়র সাংবাদিক মোকাম্মেল হক মিলন ও দৈনিক ভোলা দর্প দর্পন সম্পাদক মোঃ মোতাসিম বিল্লাহ, সহকারী অধ্যাপক হারুনুর রশিদ, প্রধান শিক্ষক মোঃ সালাউদ্দিন উদ্দিন, শিক্ষক কামরুল ইসলাম ও শারমিন জাহান শ্যামলী সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক গন এবং বিভিন্ন কলেজ স্কুলের প্রধান শিক্ষক শিক্ষার্থীরা। বকতারা সকলকে সচেতন মূলক কথা তুলে ধরে আগামী প্রজন্মের তরুণদের বিপথগামী থেকে রক্ষা করতে এগিয়ে আসতে হবে।