Wednesday, October 15, 2025
Homeদেশগ্রামভারতে মহানবীকে কটূক্তিঃ লালমোহনে ক্ষুব্ধ মুসল্লীদের বিক্ষোভ মিছিল

ভারতে মহানবীকে কটূক্তিঃ লালমোহনে ক্ষুব্ধ মুসল্লীদের বিক্ষোভ মিছিল


জাহিদ দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধি :
ভারতে বিজেপি নেতৃবৃন্দ কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সা:) এবং মা আয়েশা (রা:) কে নিয়ে অশালীন মন্তব্য ও কটূক্তির প্রতিবাদে ভোলার লালমোহনের বিক্ষোভ মিছিল করেছে ধর্মপ্রাণ মুসল্লীরা। শুক্রবার বিকালে উপজেলা পশ্চিম চরউমেদ ইউনিয়ন শাখা ‘বিশ্ব মুসলিম মিল্লাত’ এর ব্যানারে মুসল্লীরা এ বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি গজারিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা প্রাঙ্গন থেকে বের হয়ে সদর রোডে এসে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ করেন মুসল্লীরা।বিশ্ব মুসলিম মিল্লাত পশ্চিম চরউমেদ ইউনিয়ন শাখার যুগ্ম আহবায়ক মো. আবু জাহেরের সঞ্চালনায় ও সদস্য মেহেদি আল ফোরকানের তত্ত্বাবধায়নে গজারিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাও: আবু তাইয়্যেব, অধ্যক্ষ মাও: মো. রফিকুল ইসলাম, বিশ্ব মুসলিম মিল্লাত পশ্চিম চরউমেদ ইউনিয়ন শাখার আহবায়ক অধ্যাপক একেএম শহীদুল্লাহ সেলিম, পশ্চিম চরউমেদ ইউনিয়ন আওয়ামীলীগ (পশ্চিম) শাখার সাধারণ সম্পাদক শাহীন মাতাব্বর, পশ্চিম চরউমেদ ইউনিয়ন যুবলীগ (পশ্চিম) শাখার সভাপতি মো. রুহুল আমিন ফরাজী, পশ্চিম চরউমেদ ইউনিয়ন যুবলীগ (পূর্ব) শাখার সাধারণ সম্পাদক শাকিল বেপারী গজারিয়া গার্লস স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মোঃ ফজলুর রহমানসহ আরও অনেকে এসময় বক্তব্য রাখেন।এসময় বক্তারা সমাবেশে মহানবী হযরত মোহাম্মদ (সা:) ও মা আয়েশা (রা:) কে নিয়ে অশালীন মন্তব্যকারী ভারতের বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও জিন্দালের সর্বোচ্চ শাস্তির দাবি জানায়। তা নাহলে বাংলাদেশে ভারতীয় পণ্য বর্জন করার হুঁশিয়ারিও দেন বক্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য