ভারতের কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি করোনায় আক্রান্ত

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার তিনি টুইট করে নিজেই এ কথা জানিয়েছেন ।  টুইটে তিনি বলেন, যারা আমার সংস্পর্শে এসেছিলেন, তাদের কাছে অনুরোধ যত দ্রুত সম্ভব কোভিড পরীক্ষা করিয়ে নিন। খবর এনডিটিভির। গত শনিবার বিহারের নির্বাচনী প্রচারে গিয়েছিলেন স্মৃতি। এর আগেও বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী করোনায় আক্রান্ত হয়েছিলেন।তাদের মধ্যে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পরিবহনমন্ত্রী নিতিন গডকড়ি ও পেট্রোলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তারা সবই সুস্থ হয়ে উঠেছেন। তবে গত সেপ্টেম্বরে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে রেল প্রতিমন্ত্রী সুরেশ অঙ্গাদির। গত ১১ সেপ্টেম্বর অঙ্গাদির কোভিড পজিটিভ ধরা পড়ে। তখন থেকেই তার চিকিৎসা চলছিল। তাতে ভালো সাড়া মিল ছিল বলেও মন্ত্রী নিজে জানিয়েছিলেন। তবে অবস্থার অবনতি হওয়ায় তাকে দিল্লির এমসে ভর্তি করানো হয়। ২৩ সেপ্টেম্বর হাসপাতালে মৃত্যু হয় তার। শুধু কেন্দ্রীয় মন্ত্রীরাই নন, গত কয়েক মাসে কোভিডে আক্রান্ত হয়েছেন শীর্ষ স্তরের বহু রাজনৈতিক নেতাও। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৮০ লাখের কাছাকাছি পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন সাড়ে ৪৩ হাজারেরও বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৫০৮ জনের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here