Friday, November 14, 2025
Homeশীর্ষ সংবাদব্রাহ্মণবাড়িয়ায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার কাইমপুর ইউনিয়নের পানিয়ারূপ গ্রামে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

নিহতরা হলেন– কসবা উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামের বোরহান উদ্দিনের ছেলে পায়েল (২১), কুটি ইউনিয়নের মাইঝখাঁ গ্রামের রবিউল মিয়ার ছেলে ইকবাল (২২) ও কাইমপুর ইউনিয়নের চকবস্তা গ্রামের কাদের মিয়ার ছেলে আমজাদ (২৫)।  এ ঘটনায় হাসান (২১) নামে আহত আরেক তরুণের অবস্থা আশঙ্কাজনক। তিনি মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামের মো. শহিদের ছেলে।

কসবা উপজেলারএ ঘটনায় হাসান (২১) নামে আহত আরেক তরুণের অবস্থা আশঙ্কাজনক। তিনি মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামের মো. শহিদের ছেলে। সীমান্ত এলাকা থেকে একটি মোটরসাইকেলে করে চার তরুণ পানিয়ারূপ গ্রামের দিকে আসছিলেন। পথে পানিয়ারূপ গ্রামের পূর্বপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাছবোঝাই ট্রাক মোটারসাইকেলটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন ওই চার তরুণ। পরে তাদের হাসপাতালে নেওয়ার পথে তিনজনের মৃত্যু হয়। আরেকজনেরও অবস্থাও আশঙ্কাজনক। তবে তাকে কোন হাসপাতালে নেওয়া হয়েছে তা এখনও জানা যায়নি।

এ ব্যাপারে কসবা থানার ওসি আলমগীর হোসেন ব‌লেন, নিহতদের লাশ আমরা হাসপাতালে পাইনি। পরিবারের লোকজন লাশ নিয়ে গেছে বলে জানতে পেরেছি। ঘটনাস্থল থেকে ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে দুর্ঘটনার পর পরই চালক ও সহযোগীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য