Sunday, December 14, 2025
Homeশীর্ষ সংবাদবৃহস্পতিবার থেকে আবারও সারাদেশে প্রথম ডোজের টিকা দেওয়া শুরু হচ্ছে

বৃহস্পতিবার থেকে আবারও সারাদেশে প্রথম ডোজের টিকা দেওয়া শুরু হচ্ছে

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বৃহস্পতিবার থেকে আবারও সারাদেশে প্রথম ডোজের টিকা দেওয়া শুরু হচ্ছে। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনা বুলেটিনে এসব তথ্য জানান অধিদপ্তরের লাইন ডিরেক্টর ও কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক। এ ক্ষেত্রে সিনোফার্মের টিকা দেশের মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলা সদর হাসপাতালসহ টিকা কেন্দ্রগুলোতে দেওয়া হবে।  আর ফাইজারের টিকা দেওয়া হবে রাজধানীর সাতটি কেন্দ্রে।

শামসুল হক বলেন, বৃহস্পতিবার দেশব্যাপী সিনোফার্মের টিকা কার্যক্রম শুরু হতে যাচ্ছে। দেশের সব মেডিকেল কলেজ হাসপাতাল, সব জেলা সদর হাসপাতালসহ চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশন ডিজিজেস হাসপাতাল ও সৈয়দপুর সদর হাসপাতালে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টিকা দেওয়া হবে। ঢাকায় ৪০টি কেন্দ্রে পুরোদমে টিকাদান কার্যক্রম চালু করব।

আপাতত অগ্রাধিকারের ভিত্তিতেই সারাদেশে টিকা দেওয়া হবে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ও কর্মসূচির  এ পরিচালক।

অগ্রাধিকার তালিকায় রয়েছেন- মেডিকেল, নার্সিং ও ম্যাটস শিক্ষার্থীরা। একই সঙ্গে সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, পুলিশ বাহিনীর লোকজন ও অন্যান্য অগ্রাধিকার কর্মীরাও টিকা নিতে পারবেন।  এ ছাড়াও যারা আগেই নিবন্ধন করে টিকা নিতে পারেননি তারা নিতে পারবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য