Tuesday, August 12, 2025
Homeআন্তর্জাতিকবারাক ওবামা করোনায় আক্রান্ত

বারাক ওবামা করোনায় আক্রান্ত

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা করোনায় আক্রান্ত হয়েছেন। বিষয়টি তিনি নিজেই টুইটারে সবাইকে জানিয়েছেন। এক টুইটবার্তায় সাবেক এ মার্কিন প্রেসিডেন্ট বলেন, কয়েক দিন ধরে আমার খুসখুসে কাশি হচ্ছিল। পরে নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ ধরা পড়ে। তবে আমি এখনও সুস্থবোধ করছি। খবর আনাদোলুর।

ওবামা আরও জানান, তার স্ত্রী সাবেক ফার্স্টলেডি মিশেল ওবামাও করোনার পরীক্ষা করিয়েছিলেন। তবে তার ফল নেগেটিভ এসেছে। মার্কিনিদের করোনাভাইরাসের টিকা নিতে উৎসাহিত করে তিনি বলেন, মিশেল ও আমি টিকা নিয়েছি। বুস্টার ডোজও নিয়েছে। আপনি যদি ইতোমধ্যে টিকা না নিয়ে থাকেন, তবে আপনাকে টিকা নেওয়ার কথা স্মরণ করিয়ে দিচ্ছি এবং টিকা নিতে উৎসাহিত করছি। এমনকি সংক্রমণ যদি কমেও যায় তবু টিকা নিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য