Tuesday, August 12, 2025
Homeদেশগ্রামবাঙ্গলীকে পরাধীনতার শিকলমুক্ত করতে বঙ্গবন্ধুর অবদান অনস্বীকার্য : এমপি শাওন

বাঙ্গলীকে পরাধীনতার শিকলমুক্ত করতে বঙ্গবন্ধুর অবদান অনস্বীকার্য : এমপি শাওন

জাহিদ দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধি: 

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বাঙ্গলীকে পরাধীনতার শিকল মুক্ত করতে বঙ্গবন্ধুর অবদান অনস্বীকার্য হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে সবাইকে জানতে হবে। শুধু জানলেই হবে নিজে জেনে সবাইকে জানাতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সবেইকে তার অবস্থান থেকে অবদান রেখে বাংলাদেশকে আরো উন্নত জাতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে যেতে হবে। বিশেষ করে তরুন প্রজন্মকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে।  

বুধবার বিকালে লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব কথা বলেন এমপি শাওন।

উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরার সভাপতিত্বে এ সময় অনাণ্যের মধ্যে উপস্থিত সহকারী কমিশনার ভূমি মো. জাহিদুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান, কৃষি কর্মকর্তা মো. এ এফএম শাহাবুদ্দিন, আওয়ামীলীগের সহসভাপতি আব্দুল মালেক, মোখলেছুর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, যুগ্ম-আহবায়ক আনম শাহজামাল দুলাল, বিভিন্ন অফিসের কর্মকর্তাসহ আওয়ামীলগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য