টাঙ্গাইল প্রতিনিধিঃ
আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় টাঙ্গাইলের আশেকপুরের জোবায়দা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ফাতেমা মানব কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে অসহায় ও দুঃস্থ মানুষদের মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ার এবং ভ্যান বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৫ এর সাংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এস.এম. সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান আনসারী, গ্লোব গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আরিফ-উল ইসলাম সোহেল, পৌরসভার ১৫নং ওর্য়াড কাউন্সিলর আব্দুল্লাহেল ওয়ারেছ হুমায়ুন, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির সভাপতি মোঃ রাশেদ খান মেনন (রাসেল), ক্লিন টাঙ্গাইলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন চাকলাদার শাহীন। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ফাতেমা মানব কল্যাণ ফাউন্ডেশন প্রধান উপদেষ্টা কামরুজ্জামান খান।সঞ্চালনা করবেন সহ-সাধারণ সম্পাদক সাহিবুল বারীদ সোয়াদ। এছাড়াও উপস্থিত ছিলেন ফাতেমা মানব কল্যাণ ফাউন্ডেশন ভারপ্রাপ্ত সভাপতি নাছিম আহাম্মেদ, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আওয়াল মিঞা প্রমুখ। উল্লেখ্য ৩১ জনকে সেলাই মেশিন,০৪ জনকে হুইলচেয়ার, ০১জনকে ভ্যান বিতরন করা হয়।


















