Tuesday, October 14, 2025
Homeঅপরাধপ্রধানমন্ত্রীর দেয়া ঘর নির্মাণের পরই ভেঙে পড়েছে

প্রধানমন্ত্রীর দেয়া ঘর নির্মাণের পরই ভেঙে পড়েছে

বরগুনায় মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া দুর্যোগ সহনশীল ঘরের দেয়াল নির্মাণের কয়েক ঘণ্টা পরই ভেঙে পড়েছে। একদিন পরই উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে আবার নতুন করে উঠল উর্মিলার ঘর। স্থানীয়রা অভিযোগ করে বলেন, রাজমিস্ত্রিদের অবহেলার কারণে ও তড়িঘড়ি করে দেয়াল নির্মাণ করতে গিয়ে এমনটি হয়েছে। মিস্ত্রিরা মাটির গভীরে না গিয়ে হালকা মাটির উপর দেয়াল করতে গিয়ে মাটি সরে গিয়ে দেয়াল ভেঙে পড়েছে। সরকারি সিডিউল অনুযায়ী ঘর নির্মাণ করলে এভাবে ভেঙে পড়ার কথা না। স্থানীয়রা এ জন্য উপজেলা প্রকল্প কর্মকর্তাকে দুষলেন। এ ঘটনাটি ঘটেছে বুধবার সকালে তালতলী উপজেলার করইবাড়ীয়া ইউনিয়নের বেহেলা গ্রামে। উর্মিলা (৭০) মৃত রাজেস্বরের স্ত্রী।

জানা যায়, উর্মিলা ভূমিহীন ও গৃহহীন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের একটি পাকা ঘর পেয়েছেন। গত কয়েক দিন ধরে চলছে সেই ঘর নির্মাণের কাজ। কিন্তু কাজ শেষ হতে না হতেই কারিগরি ত্রুটির কারণে বুধবার সকালে ভেঙে পড়েছে সেই ঘরের একটি দেয়ালের কিছু অংশ। এ ঘটনায় উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) রুনু বেগম সাংবাদিকদের কাছে বিষয়টি এড়িয়ে যান।উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান বলেন, বিষয়টি আমি জেনে শুক্রবার সকালে ঘটনাস্থলে যাই। তখন তালতলী উপজেলা চেয়ারম্যান রেজবি উল কবির ছিলেন। আমি জেনেছি কারিগরি ত্রুটির কারণে সামান্য দেয়াল ভেঙে পড়েছে। আমি ও উপজেলা চেয়ারম্যান দাঁড়িয়ে থেকে আবার সুন্দর করে দেয়াল নির্মাণ করে দিয়েছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য