লালমোহন (ভোলা) প্রতিনিধি:
পাথর মেরে বর্বরোচিত হত্যাসহ দেশব্যাপী চাঁদাবাজি, ধর্ষণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ভোলার লালমোহনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে ইসলামি আন্দোলন বাংলাদেশ লালমোহন উপজেলা শাখার আয়োজনে লালমোহন উত্তর বাজার মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড়ে শেষ হয়।
পরে চৌরাস্তার মোড়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ইসলামি আন্দোলন লালমোহন উপজেলার সদস্য সচিব মাওলানা আল আমিন, সাবেক সভাপতি মাওলানা রাশেদুল ইসলাম, শ্রমিক আন্দোলনের সভাপতি মাওলানা ইমাম উদ্দিন শামিম প্রমুখ। পরে দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মিজানুর রহমান।
এ-সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক আন্দোলন লালমোহন উপজেলার সাধারণ সম্পাদক মো. শাহিন হাওলাদার সহ ইসলামি আন্দোলন বাংলাদেশের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।