Wednesday, October 15, 2025
Homeদেশগ্রামনেত্রকোনায় লরিকে ৩০০ গজ দূরে টেনে নিয়ে গেল ট্রেন, চালক আহত

নেত্রকোনায় লরিকে ৩০০ গজ দূরে টেনে নিয়ে গেল ট্রেন, চালক আহত

নেত্রকোনা সদর উপজেলায় মহুয়া কমিউটার ট্রেনের ধাক্কায় লরিচালক আহত হয়েছেন। শনিবার বেলা ৩টার দিকে উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের সতরশ্রী নতুনবাজার রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত লরিচালক আইনুল মিয়া (২৬) ঠাকুরাকোনা বাজারের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, লরিচালক ট্রেনটিকে লক্ষ্য না করেই রেললাইন অতিক্রম করতে চাইলে এ ঘটনা ঘটে। এ সময় ট্রেনের ইঞ্জিনের সঙ্গে লরির ইঞ্জিন আটকে যায় এবং প্রায় ৩০০ গজ দূর পর্যন্ত ছেচড়ে নিয়ে যায় লরির ইঞ্জিন। আহত চালককে প্রথমে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। পরে তার অবস্থা আশঙ্কাজনক হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার সময় লরিচালকের কানে হেডফোন দেয়া ছিল বলেও জানান প্রত্যক্ষদর্শীরা। দুর্ঘটনার পর প্রায় ঘণ্টাখানেক কমিউটার ট্রেনটি আটকা ছিল। এর পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সমর বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য