Tuesday, August 12, 2025
Homeদূর্ঘটনাদ্রুতগতির মোটরসাইকেল কেড়ে নিল ৩ প্রাণ

দ্রুতগতির মোটরসাইকেল কেড়ে নিল ৩ প্রাণ

নেত্রকোণা প্রতিনিধি :

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। আজ শনিবার দুপুরে কমলকান্দার কোণাপাড়া এলাকায় সীমান্ত সড়কে এই দুর্ঘটনা।

নিহতরা হলেন কলমাকান্দার লেংগুড়া ইউনিয়নের গোয়াতলা গ্রামের শাহজাহানের ছেলে আবু বকর (১৭), মন্নাছ মিয়ার ছেলে মাসুদ মিয়া (১৭) এবং খারনৈ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের ইমান আলীর ছেলে সুমন মিয়া (২২)। আহত তিনজনের মধ্যে দুজনের নাম জানা গেছে। তারা হলেন জুলহাস মিয়া (২০) ও রায়হান মিয়া (১৮)।

দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম। তিনি বলেন, বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেল কোণাপাড়ায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে নেওয়ার পর একজন নিহত হন।

ওসি আরও জানান, সেখান থেকে উদ্ধার করে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য