ঢাকা ইমপিরিয়াল কলেজ ক্যাম্পাসে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয় মহান বিজয় দিবস। অনুষ্ঠানের শুরুতেই কলেজ প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। অতঃপর ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন এবং দোয়া পরিচালনা করা হয়।

মুক্তিযুদ্ধের উপর আলোচনায় অংশগ্রহন করেন কলেজের শিক্ষক যথাক্রমে জনাব মোঃ নাজিমুল হক হক্কানী,জনাব অনীল চন্দ্র নাথ এবং জনাব মোঃ আবদুছ ছালাম খান চৌধুরী। কলেজ উপাধ্যক্ষ জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন মৃধা তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের স্বাধীনতা যুদ্ধের সঠিক ইতিহাস জানার আহবান জানান। সভাপতির বক্তব্যে জনাব আরিফ আহমদ বলেন-যারা বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করে, এদেশের উন্নতিকে বাধাগ্রস্থ করতে চায়, বিশ্বের বুকে সোনার বাংলাকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিনত করতে চায় সেই সকল মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তি তথা রাজাকার আলবদরের দোসরদের চিহ্নিত করে দ্রুত শাস্তির আওতায় আনার আহবান জানান। এজন্য তিনি শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার উপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে কলেজের সাংস্কৃতিক ক্লাব নন্দন কানন – এর শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে ।


















