Tuesday, July 15, 2025
Homeলাইফস্টাইলডিমের খোসা ফেলে দেন? উপকারিতা জানলে অবাক হবেন

ডিমের খোসা ফেলে দেন? উপকারিতা জানলে অবাক হবেন

ডিমের খোসা আমরা সকলেই ফেলেদি। কিন্তু এই ডিমের খোসার মধ্যে যে যে গুণ লুকিয়ে আছে, তা শুনলে আপনি অবাক হবেন।

ডিমের খোসা খুবই কার্যকরী জিনিস। রূপচর্চা থেকে গৃহস্থলীর নানা কাজে ডিমের খোসা ব্যবহার করা যায়।

টোটকা হিসেবে কাজে লাগে ডিমের খোসা। কফির স্বাদে তেঁতো ভাব কাটাতে চাইলে, ডিমের খোসা গুঁড়ো করে মিশিয়ে নিন।

ডিমের সাদা অংশের সঙ্গে দুটি ডিমের খোসা ভালো করে গুঁড়ো করে মিশিয়ে নিন। এরপর এটি ১৫ মিনিট মুখে লাগিয়ে রাখুন। তারপর উষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুবার ত্বকে লাগান এই মিশ্রণ। মাস খানেকের মাথায় উজ্জ্বল ত্বক উপহার পাবেন।

বাগানে গাছে পোকার উপদ্রব বাড়লে, গাছের গোঁড়ায় ডিমের খোসা গুঁড়ো করে ছড়িয়ে দিন। পোকা ধারে কাছে আসবে না। মনে রাখবেন, ডিমের খোসায় থাকে ক্যালসিয়াম, যা আপনার গাছের স্বাস্থ্যও ভালো করবে।

বাসন মাজার কাজে ডিমের খোসা ব্যবহার করুন। বাসনের তেল ও পোড়া দাগ সহজে উঠে যাবে।

ভিনিগারে ডিমের খোসা মিশিয়ে রাখুন। দিন কয়েক পর দেখবেন ডিমের খোসা একেবারে মিশে গিয়েছে ভিনিগারের সঙ্গে। কোনও জায়গায় ব্যাথা হলে মিশ্রনটি সেখানে লাগিয়ে, আলতো ভাবে মালিশ করুন। ব্যাথায় কমে যাবে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য