Wednesday, October 15, 2025
Homeদূর্ঘটনাটাঙ্গাই‌লে ঘ‌রের চলন্ত সি‌লিং ফ‌্যান প‌ড়ে দুই শিশুর মৃত‌্যু; মা আহত

টাঙ্গাই‌লে ঘ‌রের চলন্ত সি‌লিং ফ‌্যান প‌ড়ে দুই শিশুর মৃত‌্যু; মা আহত

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইলঃ  

টাঙ্গাই‌লের ভুঞাপু‌রে ঘ‌রের চলন্ত সি‌লিং ফ‌্যান প‌ড়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এসময় আহত হ‌য়ে‌ছে তা‌দের মা। 
নিহত দুই শিশুর নাম সা‌জিম (৬) ও তার ভাই সা‌নি (৪ মাস)। তারা উপ‌জেলা নিকরাইল ইউ‌নিয়‌নের এক নম্বর পূর্নবাস‌ন এলাকার  ইউসুফের ছে‌লে। নিহত শিশু‌দের মা সা‌হিদা বেগম বেগমও গুরুতর আহত হয়েছেন। তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।র‌োববার (২৪ এ‌প্রিল ) দুপু‌রে  উপ‌জেলার পূর্নবাসন এলাকায় এই ঘটনা ঘ‌টে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফ‌রিদুল ইসলাম  ব‌লেন, দুই শিশু নিহত হওয়ার খবর পে‌য়ে পু‌লিশ ঘটনাস্থ‌লে যায়।। তবে কিভা‌বেে এ দুর্ঘটনা ঘ‌টেছে সেটা এখনো পরিস্কার জানা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য