শফিকুজ্জামান খান মোস্তফা , টাঙ্গাইল
টাঙ্গাইল-৫ সদর আসনে বাঘিলে ইউনিয়নে মিছিল শেষে ফেরার পথে প্রতিপক্ষের গুলিতে তিনজন আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।
আওয়ামী লীগের প্রার্থী এডভোকেট মামুন অর রশীদ অভিযোগ করেন, তার কর্মী-সমর্থকরা বাঘিল ইউনিয়নের যুগনী গ্রামে পৌছলে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা গুলি ছোঁড়ে এতে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামানসহ তিনজন আহত হয়। তাদের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে এ আসনে স্বতন্ত্র প্রার্থী ছানোয়ার হোসেন জানান, নৌক প্রতীকের সমর্থকরা তার নির্বাচনী অফিসে হামলা চালিয়ে ভাংচুর করে। গুলির ঘটনার সাথে তার সমর্থকরা জড়িত নয়।
এ ব্যপারে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন জানান, এ ঘটনার সাথে জড়িত দুইজনকে আটক করা হয়েছে।