
শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের বাসাইলে তৃষা মণি (৮) নামের এক শিশু কন্যাকে পাশবিক নির্যাতনের পর সিলিংফ্যানের সঙ্গে ঝুঁলিয়ে রাখার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পিবিআই। গত ২৬ মে ঘরে ঢুকে তৃষাকে একা পেয়ে পালাক্রমে ধর্ষন করে নির্মমভাবে হত্যা করা হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে আসামীরা। ।
সোমবার টাঙ্গাইল জেলা পিবিআই এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা খন্দকার আশরাফুল আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। মামলার দুই দিনের মাথায় চাঞ্চল্যকর এ হত্যা মামলার আসামীদের গ্রেফতার করে পিবিআই। আসামীরা হলো- বাসাইলের স্বপন মন্ডলের ছেলে গোবিন্দ মন্ডল (১৯), আনন্দ মন্ডলের ছেলে চঞ্চল চন্দ্র মন্ডল ( ১৭) ও লালিত সরকারের ছেলে বিজয় সরকার (১৬)।
এ ঘটনায় প্রথমে বাসাইল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়। পরবর্তীতে ময়নাতদন্তে গনধর্ষনের আলামত থাকায় শিশু তৃষা মনির বাবা আবু ভুইয়া গত ৪ জুন নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। সেদিনই মামলাটি তদন্তভার গ্রহন করে পিবিআই।